চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

১০০ মিলিয়নের সফল-ব্যর্থ যারা

২০১৩ সালে গ্যারেথ বেলকে ১০০.৮ মিলিয়নে দলে টেনে ইতিহাসেরই জন্ম দিয়েছিল রিয়াল মাদ্রিদ। ক্লাব ফুটবলের ইতিহাসে শত মিলিয়নে দলবদল করা প্রথম ফুটবলার ওয়েলস তারকাই।

পরের চার বছর ক্লাব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়ের খেতাবটা ধরে রাখেন বেল। ২০১৭ সালে ২২২ মিলিয়নে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টেনে সেই রেকর্ড ভাঙে পিএসজি।

Bkash July

এপর্যন্ত ১০০ মিলিয়নে দলবদল হয়েছে মোট ১২ জন ফুটবলারের। দেখে নেয়া যাক তাদের মধ্যে কারা সফল, কারা হয়েছেন ব্যর্থ-

নেইমার: ইনজুরির কারণে পিএসজিতে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। ১৩৩ ম্যাচে ৯১ গোল করে নীল জার্সিতে বেশ সফলও নেইমার।

Reneta June

কাইলিয়ান এমবাপে: ২০১৭ সালে ১৪৫ মিলিয়নে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপে। ২০৫ ম্যাচে ১৫৬ গোল করা ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা পিএসজির ইতিহাসের সবচেয়ে সফলদের একজন।

ক্রিস্টিয়ানো রোনালদো: ১০০ মিলিয়নে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে গিয়েছিলেন রোনালদো। ১৩৪ ম্যাচে ১০১ গোল করা পর্তুগিজ তারকা রিয়ালের মতো তুরিনের বুড়িদের জার্সিতেও ছিলেন বেশ সফল।

গ্যারেথ বেল: ২৫৬ ম্যাচে ১০৬ গোল করা গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদের অন্যতম সফল সাইনিং।

জোয়াও ফেলিক্স: ২০১৯ সালে ১২৬ মিলিয়নে বেনফিকা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে আসেন জোয়াও ফেলিক্স। ১০২ ম্যাচে মাত্র ২৪ গোল করা ফেলিক্স সাদা-লাল জার্সিতে এপর্যন্ত তেমন প্রভাব ফেলতে পারেননি।

ফিলিপে কৌতিনহো: ১২০ মিলিয়নে ২০১৮ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন কৌতিনহো। ১০৬ ম্যাচে ২৫ গোল করা ব্রাজিল তারকা ক্লাবটির অন্যতম ফ্লপ সাইনিং।

অ্যান্টনে গ্রিজম্যান: তুমুল ফর্মে থাকা গ্রিজম্যানকে ২০১৯ সালে দলে টেনে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। বার্সার জার্সিতে ১০২ ম্যাচ খেলে ৩৫ গোল করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।

জ্যাক গ্রিলিশ: ২০২১ সালে অ্যাস্টন ভিলা ছেড়ে ম্যানসিটিতে পাড়ি জমান ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ। ২৬ ম্যাচে ৪ গোল করা গ্রিলিশ সিটিজেনদের ফ্লপ সাইনিং।

রোমেলু লুকাকু: ২০২১ সালে ইন্টার মিলান ছেড়ে চেলসিতে যান বেলজিয়ান তারকা লুকাকু। ১১৫ মিলিয়নে চেলসিতে এসে প্রভাব ফেলতে পারেননি। ২৯ ম্যাচে গোল করেছেন মাত্র ১০টি।

উসমানে ডেম্বেলে: ১০৫ মিলিয়নে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ন্যু ক্যাম্পে আনা হয় ডেম্বেলেকে। ১৩৪ ম্যাচে ৩২ গোল করা ফ্রেঞ্চম্যান বার্সার অন্যতম ব্যর্থ সাইনিং।

পল পগবা: ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পগবাকে ১০৫ মিলিয়নে দলে টেনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে ৬ বছরের পথচলায় মাত্র ৩৯ গোল করেছেন তিনি।

এডেন হ্যাজার্ড: রোনালদোকে ছেড়ে দিয়ে ১০০ মিলিয়নে হ্যাজার্ডকে দলে টেনেছিল রিয়াল। ৬৫ ম্যাচে মাত্র ৬ গোল করে রিয়ালের সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন বেলজিয়ান তারকা।

Labaid
BSH
Bellow Post-Green View