চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হাসপাতালে প্রিন্স ফিলিপ

KSRM

‘পূর্বসতর্কতা’র অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ প্রিন্স ফিলিপ। অসুস্থ বোধ করায় ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবার্গকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

প্যালেসের এক বিবৃতিতে প্রিন্স ফিলিপকে সেন্ট্রাল লন্ডনের ‘কিং এডওয়ার্ড সেভেন’ হাসপাতালে ভর্তির কথা জানানো হয়।

বাকিংহাম প্যালেসের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ডিউক গাড়িতে করে হাসপাতালে যান। সেখানেই ডাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।

আসছে ১০ জুনে নিজের ১০০ তম জন্মদিন পালন করবেন ডিউক।  হাসপাতালে বেশ ভালোই আছেন প্রিন্স। কয়েকদিন পর্যবেক্ষণে থেকে বিশ্রাম নিয়ে হাসপাতাল ছাড়বেন তিনি।

৯৪ বছর বয়সী রানী উইন্ডসর ক্যাসেলেই রয়েছেন। এমন পরিস্থিতিতে সম্প্রতি তিনি দেশে ও বিদেশে রয়্যাল নেভীর কাজ নিয়ে ফার্স্ট সি লর্ড অ্যাডমিরাল টনি রাডাকিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

প্রিন্স চার্লস এবং ডাচেস অব কর্নওয়ালও বুধবার তাদের অফিশিয়াল দায়িত্ব পালন করেছেন।

গত মাসে প্যালেস জানায়, প্রিন্স ফিলিপ এবং রানী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন উইন্ডসর ক্যাসেলের ডাক্তারের কাছ থেকেই। ব্রিটেনের লকডাউনে অল্প কিছু গৃহকর্মী নিয়ে উইন্ডসর ক্যাসেলেই দিন কাটাচ্ছেন এই জুটি।

বিজ্ঞাপন