
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় পর্যটন নগরী কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে ‘সারি’ আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র। স্থানীয় বাসিন্দা এবং বাইরে থেকে আগত পর্যটকদের সুস্বাস্থ্য বিবেচনায় নেয়া হয়েছে এমন উদ্যোগ।
কক্সবাজার জেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় ‘সারি’ আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র পরিচালনার দায়িত্ব নিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। এটি প্রতিষ্ঠায় আর্থিক সহযোগিতা করেছে জাতিসংঘের কেন্দ্রিয় জরুরি তহবিল- সিইআরএফ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম। পাশাপাশি চিকিৎসা কেন্দ্রটি সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সমন্বয় করছে ‘একশান এগেইনস্ট হাঙ্গার- এসিএফ’।
বৃহস্পতিবার বিকেলে ‘সারি’ আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব হেলালুদ্দীন আহমদ।