কিশোরগঞ্জ -১ আসনের উপ-নির্বাচনে সৈয়দ আশরাফের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাকে দলীয় মনোনয়ন দেয়।
আগের দিন শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে লিপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মামাতো বোন।
ভাইয়ের শূন্যস্থান পূরণে সৈয়দ আশরাফের ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে দল থেকে বেছে নেয়া হলো তাদের বোনকে।

গত ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসন থেকে টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
ভোটগ্রহণের সময় তিনি অসুস্থ হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ৩ জানুয়ারি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শপথ নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুতে এই আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।