সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি জ্বালানী ট্যাংকার ও লরি বিস্ফোরণে ৯১ জন মারা গেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, এ ঘটনার পর থেকে ট্যাংকারের চারপাশের রাস্তায় শুধু পোড়া মৃতদেহ দেখা যাচ্ছে।
সিয়েরা লিওনের রাষ্ট্রপতি বলেছেন, এই মর্মান্তিক বিস্ফোরণ ও ভয়াবহ প্রাণহানির কারণে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে।
ফ্রিটাউনের মেয়র জানান, দুর্ঘটনায় ১শ’ জনের মত মারা গেছে এটি গুজব ছিল। তবে অনাকাঙ্খিত দুর্ঘটনায় তিনি দুঃখপ্রকাশ করেছেন।