চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সামাজিক মাধ্যমে ফিরলেন রাজ

KSRM

জুলাই মাসে পর্ন ছবি তৈরি ও তা প্রচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। গ্রেফতারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় রাজ কুন্দ্রা সক্রিয় ছিলেন না। পরবর্তীতে বন্ধ করে দিয়েছিলেন ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট। সম্প্রতি আবারও সামাজিক মাধ্যমে ফিরেছেন রাজ।

ইনস্টাগ্রামে ফিরে এলেন রাজ কুন্দ্রা। পুরোনো সব পোস্ট মুছে ফেলে নিজের অ্যাকাউন্টটিকে ‘প্রাইভেট’ করেছেন তিনি। তার পোস্ট করা ছবি, ভিডিও, স্টোরি দেখতে পারবেন শুধু ফলোয়াররা।

Bkash July

এক সময় ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ছিলেন রাজ। শিল্পা শেঠির সঙ্গে মজার সব ভিডিও তৈরি করে শেয়ার করতেন তিনি। সন্তানদের সঙ্গে তোলা নানা মুহূর্তের ছবিও শেয়ার করতেন ভক্তদের সঙ্গে।

পর্নোগ্রাফি মামলার বিতর্কের পর থেকে খুব একটা জনসম্মুক্ষে আসেননি শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তবে ডিসেম্বরে দেয়া এক বিবৃতিতে রাজ দাবী করেন, পর্নো তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার সাথে তিনি কখনোই যুক্ত ছিলেন না তিনি। তাই তিনি আর আড়ালে থাকতে চান না।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View