
সাউথ কোরিয়ার পর এবার থাইল্যান্ডে মার্স ভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে মধ্য প্রাচ্যের দেশ ওমান থেকে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিতে আসা এক রোগীর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
৭৫ বছর বয়সি ওই লোককে ব্যাংককের বাইরে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ভয় হচ্ছে ওই নাম প্রকাশ না করা রোগীর সঙ্গে একই ফ্লাইটে ব্যাংককে অবতরণ করেছে প্রায় ৬০ জন যাত্রী। তারা থাইল্যান্ডের বিভিন্ন যায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে দেশটিতে মার্স রোগীর সংখ্যা বেড়ে যাবার আশঙ্কা করা হচ্ছে।