চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সম্পত্তির জন্য আইনের দ্বারস্থ চ্যাডউইক বোজম্যানের স্ত্রী

‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক বোজম্যান মৃত্যুর আগে কোনো উইল করে রেখে যাননি। তাই তার স্ত্রী টেলর সিমোন লেডওয়ার্ড এই ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়েছেন।

বৃহস্পতিবার বেশ কিছু কাগজপত্র জমা দিয়েছেন টেলর সিমোন লেডওয়ার্ড। তিনি বিচারকের কাছে চ্যাডউইকের স্থাবর-অস্থাবর সম্পত্তির আংশিক মালিকানা চেয়েছেন। চ্যাডউইকের এস্টেটের মূল্য ৯৩ লাখ ৮ হাজার ৫ শত ডলার।

Bkash July

মৃত্যুর মাত্র কয়েক মাস আগে টেলর সিমোন লেডওয়ার্ডকে বিয়ে করেছিলেন চ্যাডউইক। ২০১৯-এর অক্টোবর থেকে তারা সম্পর্কে জড়ান।

চার বছর কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত ২৮ আগস্ট মারা যান তারকা চ্যাডউইক বোজম্যান। তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে এই মার্কিন অভিনেতার মৃত্যু হয়েছে। সে সময় তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার পাশে ছিলেন। কইমই

Labaid
BSH
Bellow Post-Green View