বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও গোল্ডেন স্পোর্টিং ক্লাব আয়োজন করেছে অনলাইন র্যাপিড দাবা টুর্নামেন্ট।
‘সজীব ওয়াজেদ জয় অনলাইন র্যাপিড দাবা টুর্নামেন্ট-২০২০’ নামের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও আইজিপি ড. বেনজীর আহমেদ।
সোমবার বিকেলে অনলাইনে সংযুক্ত থেকে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন টুর্নামেন্টের উদোক্তা, দাবা ফেডারেশনের সহসভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।
এছাড়াও এক ভিডিওবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রতিযোগীদের শুভেচ্ছা জানান।
ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নকারী সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই দাবা প্রতিযোগিতার প্রাইজমানি রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।
আলোকিত মানুষ গড়ার অংশ হিসেবে বিজয়ীদের প্রত্যেককে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘মুজিব থেকে সজীব’ উপহার দেওয়া হবে।