জ্বর, গলা ব্যথা আর শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত ১০টার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷
খোকনের সহকর্মীরা জানান, দুই দিনের জ্বর, গলা ব্যথা আর শ্বাসকষ্ট নিয়ে সন্ধ্যার পর তাকে রাজধানীর রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অবস্থার অবনতি হওয়ার পর খোকনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি৷ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
দৈনিক মানবজমিন, দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক আমাদের অর্থনীতিসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেন হুমায়ুন কবীর খোকন।