চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শাহরুখের ৫৫: ভিন্নধর্মী ৫ চরিত্র

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। কেউ বলে তাকে বাদশাহ, কেউ বলে ডন! আবার কেউ বা তাকে বলে রোমান্সের কিং! সোমবার (২ নভেম্বর) এই ‘কিং অব রোমান্স’ ৫৫ বছরে পা রাখলেন।

তবে পর্দায় তাকে অধিকাংশ সময়ে রোমান্টিক চরিত্রে দেখা গেলেও ভিন্নধর্মী কিছু চরিত্রের জন্য প্রসংশিত হয়েছেন তিনি। যার প্রত্যকটিতেই নিজেকে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে পর্দায় তুলে ধরেছেন নিজেকে।

তার জন্মদিন উপলক্ষে বিশেষ এই দিনটিতে জেনে নেওয়া যাক তার অভিনীত এমন কিছু ভিন্নধর্মী সিনেমার নাম এবং কিছু শক্তিশালী চরিত্র সম্পর্কে:  .

চাক দে! ইন্ডিয়া
শাহরুখ খান অভিনীত ভিন্নধর্মী কোন সিনেমার নাম নিলে প্রথমেই উল্লেখ করতে হয় ‘চাক দে! ইন্ডিয়া’ ছবিটির নাম। যেখানে তাকে দেখা গিয়েছিল একজন আদর্শ নারী হকি কোচ হিসেবে। ছবিটিতে শাহরুখের চরিত্রটি এতটা শক্তিশালী ছিল যে, এখনো সিনেমা বিশ্লেষক এবং দর্শকরা তার এই চরিত্রটির এবং অভিনয়ের প্রশংসা করেন।

কাভি খুশি কাভি গাম
এই ছবিটি প্রেম-ভালবাসা পূর্ণ একটি ছবি হলেও ছবিটির একটি বড় অংশ জুড়ে রয়েছে পারিবারিক নানান বিষয়। যেখানে পরিবারের বড় ছেলের ভূমিকায় দেখা যায় শাহরুখ খানকে। মা-ছেলে এবং বাবা-ছেলের মধ্যকার যে অফুরন্ত ভালবাসা তার সবটাই ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে।

কাল হো না হো
নিজের মৃত্যু নিশ্চিত জেনেও ‘কাল হো না হো’ ছবিটিতে শাহরুখ (আমান মাথুর) যেই চরিত্রটিতে অভিনয় করেছিলেন, সেটি দেখে আবেগতাড়িত হননি এমন দর্শক খুব কম পাওয়া যাবে।

বীর-জারা
‘বীর-জারা’ ছবিটির মূল গল্পটি প্রেম কেন্দ্রিক হলেও এখানে দেশপ্রেমকে বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়। এই ছবিতেও একটি শক্তিশালী চরিত্র হিসেবে নিজেকে শতভাগ প্রমাণ করেন শাহরুখ।

ডন টু
এই ছবিটি ছিল শাহরুখের অভিনীত অন্যতম অ্যাকশনধর্মী একটি ছবি। রোমান্টিক কিংবা পারিবারিক কাহিনী নির্ভর ছবির ঘেরাটোপ থেকে বের হয়ে আপাদমস্তক ডনের চরিত্রেও যে তিনি দারুণ, তার প্রমাণ ডন টু।