বিজ্ঞাপন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সারা দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে এক দফা দাবিতে বিক্ষোভ করেন তারা। রাতে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেন।
উপাচার্যকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত পদত্যাগের সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে পদত্যাগের দাবি মেনে না নিলে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এর আগে পুলিশের করা মামলা প্রত্যাহারের জন্য রাত দশটা অবধি সময় বেঁধে দেয়া হয়েছিলো। মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেদের মধ্যে আলোচনা শেষে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এ আন্দোলনের সূত্রপাত গত বৃহস্পতিবার।ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের কয়েক’শ ছাত্রী।
বিজ্ঞাপন