
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি। মিরপুরে তৃতীয় টি-টুয়েন্টিতে সফরকারীদের ১৫৮ রানের মধ্যে আটকে রাখতে পারলেই সিরিজের ফল হবে ৩-০। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশ সফরে প্রথমবার টস জিতে আগে বোলিং বেছে নেয় ইংল্যান্ড। রনি তালুকদার ও লিটন ওপেনিং জুটিতে ছাড়ান ফিফটি। তিনে নেমে ঝড় তোলেন নাজমুল হোসেন শান্ত।
ইংলিশদের ছন্নছাড়া ফিল্ডিং ও ক্যাচ মিসের মহড়ায় বড় সংগ্রহের আশা জাগায় বাংলাদেশ। তবে স্লগ ওভারে রান তোলার গতি কমে আসে। ১২.২ ওভারে এক উইকেট হারিয়ে একশ ছোঁয়া স্বাগতিকরা শেষের ৪৬ বলে একটি উইকেট হারিয়ে যোগ করে মাত্র ৫৮ রান। শেষ ৫ ওভারে আসে মাত্র ২৭ রান।
২০ ওভারে ২ উইকেট হারিয়ে টিম টাইগার্স তুলেছে ১৫৮ রান। নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪৭, সাকিব আল হাসান ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

টি-টুয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। সিরিজের শেষ ম্যাচে রানে ফেরেন লিটন। ৭৩ রান করে আউট হন তারকা ওপেনার। টি-টুয়েন্টি ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ। আগের সেরা ইনিংস ছিল ৬৯ রানের।
লিটন চার মারেন দশটি, ছক্কা একটি। শান্ত মাত্র একটি চার মারলেও বড় দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে।
ওপেনিংয়ে লিটনের সঙ্গী রনি ২২ বলে ২৪ রান করেন। লেগ স্পিনার আদিল রশিদের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ফিরতি ক্যাচ দেন। ৫৫ রানে ভাঙে ওপেনিং জুটি। পরে লিটন-শান্তর জুটিটি হয় ৮৪ রানের।
টি-টুয়েন্টিতে ১৭ বছরের পথচলায় বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ জিতেছে মাত্র একটি। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০তে সিরিজ হারিয়েছিল। ইংল্যান্ডকে হারাতে পারলে হবে দ্বিতীয় অর্জন।