চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোয়ানুতে কক্সবাজারে ক্ষতি কয়েকশ’ কোটি টাকা

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কক্সবাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশ’ কোটি টাকা
ছাড়িয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন ৭৬৭ জন। দূর্গত এলাকায়
এখন পর্যন্ত শুকনো খাবার ছাড়া আর কিছুই পৌঁছেনি বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

ঘূর্ণিঝড় রোয়ানুর তান্ডবে বিধ্বস্ত হয়েছে কক্সবাজারের ৮ উপজেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৩৯ ইউনিয়ন। এসব ইউনিয়নে প্রায় সাড়ে ৫শ’ বর্গকিলোমিটার এলাকা ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২৩ হাজার ৩শ’ ৫০ টি ঘরবাড়ি। এছাড়াও ৫৯ হাজার ৫শ’ ৯৫ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। যার প্রভাব পড়েছে জেলার ৮০ হাজার ১শ’ ১৪টি পরিবারের প্রায় ৫ লাখ মানুষের ওপর।

আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ২৮ হাজারেরও বেশী পরিবারের দেড় থেকে পৌনে দুই লাখ মানুষ। পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৮শ’ ২৩ একর জমির ফসল। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ১৩ হাজার ২শ’ ৮০ একর ফসলি জমি। ৫৫ হাজার ২শ’ ৬৭ একর জমির চিংড়ি ঘের সম্পূর্ণ তলিয়ে গেছে। ভেসে গেছে ২শ’ ৩২টি মৎস্য খামার। নষ্ট হয়ে গেছে ১শ’ ১৩ কিলোমিটার কাঁচা সড়ক।

ক্ষতিগ্রস্থ হয়েছে আরো ১শ’ ৬৯ কিলোমিটার কাঁচা সড়ক। বেড়িবাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে ২০ কিলোমিটার। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৬৬ কিলোমিটার। এছাড়াও ১হাজার ৯শ’ ৬৫ টি জলাশয় ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এসব এলাকার মানুষ সব কিছু হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।

তবে বর্ষা শুরু হওয়ার আগে এসব বেড়িবাঁধ নির্মান করা না হলে উপকুলীয় মানুষের জীবন ধারন অসম্ভব হয়ে পড়বে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন।