রোমান সানার হাত ধরে উড়লো পতাকা, বাজলো প্রাণের জাতীয় সঙ্গীত
বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রথম পদক এনে দিয়েছিলেন রোমান সানা। এবার তার হাত ধরে এশিয়ান মঞ্চেও এল সোনা পদক। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে (স্টেজ-৩) চীনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জিতেছেন লাল-সবুজের এই তীরন্দাজ।
ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে শুক্রবার সোনা জয়ের লড়াইয়ে ৭-৩ ব্যবধানে চীনের প্রতিপক্ষ ঝেনকি শিকে হারান সানা।