
প্রায় এক বছরের বেশী সময় ধরে রাস্তা সংস্কারের কাজ শেষ না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে হাজারীবাগের দুই এলাকার মানুষ। উঁচু-নিচু রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটা চলাতেও নিদারুণ কষ্ট হচ্ছে তাদের। তবে রাস্তা ঢালাই কাজের জন্য শিগগিরই দরপত্র আহবান করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
হাজারীবাগের ২২ নম্বর ওয়ার্ডের কালুনগরের এই রাস্তায় স্যুয়ারেজ পাইপ বসানোর কাজ শুরু হয় বছর খানেক আগে। কিন্তু তার পর থেকে এখনও কাজ শেষ হয়নি। বাকী আছে রাস্তা ঢালাইয়ের কাজ। তাই এই রাস্তা দিয়ে চলাচল করা রীতিমত দুঃসহ হয়ে দাঁড়িয়েছে।
পাশের এলাকা কোম্পানীঘাটের রাস্তারও প্রায় একই অবস্থা। প্রায় ৬ মাস ধরে ভোগান্তিতে এলাকাবাসী।
সিটি কর্পোরেশন অবশ্য বলছে, কালুনগর রাস্তার ঢালাই কাজ শুরুর জন্য তিন মাসের মধ্যে দরপত্র আহবান এবং কোম্পানীঘাটে শিগগিরই কাজ শুরু হবে।

উন্নয়ন কাজে দীর্ঘদিন যেনো মানুষকে কষ্ট সইতে না হয় সেজন্য দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী।
আরও দেখুন ভিডিও রিপোর্টে: