রানা প্লাজা ধসে হতাহত পরিবারের সন্তানদের শিক্ষা নিশ্চিতের দাবি
দেশের ইতিহাসে এক বিভীষিকাময় দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসের ৯ বছর পূর্তিতে ঘটনাস্থলে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও হতাহত পরিবারের স্বজনরা। সে সময় দুর্ঘটনায় আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও হতাহত পরিবারের সন্তানদের শিক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।