রাঙ্গামাটিতে আরও একজন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি রাঙ্গামাটি সদর হাসপাতালে কর্মরত একজন নার্স বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে রাঙ্গামাটির করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত হওয়া নার্স এরআগে রাঙ্গামাটিতে করোনা শনাক্ত হওয়া অপর নার্সের সংস্পর্শে এসেছিলেন। তার নমুনা সংগ্রহ করে গত ৯ মে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহের দিন থেকেই তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
নতুনভাবে করোনা শনাক্ত হওয়া নার্স বর্তমানে সুস্থ আছেন বলে জানান তিনি।
এরআগে রাঙ্গামাটিতে গত ৬ মে চারজন করোনা শনাক্ত হওয়ার পর দ্বিতীয় দফায় পরীক্ষার জন্য ৭ মে তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানোর পর ১০ ও ১১ মে তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। তাদের নমুনা সংগ্রহ করে পুনরায় তৃতীয়বার পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে রাঙ্গামাটিতে আরো একজন নার্স নতুনভাবে করোনায় আক্রান্তের খবর আসে।
এ পর্যন্ত রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ জন।