একটি পুরনো যুদ্ধ সংক্রান্ত (ওয়ার গেমস) সফ্টওয়্যারের উন্নয়ন ঘটাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ‘কমান্ড পোস্টে এক্সারসাইজ’(সিপিএক্স) নামের ওই কৃত্রিম সফ্টওয়্যারের উন্নয়নে মার্কিন সেনাবাহিনীর সহায়তা নিচ্ছে তারা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্রের বরাতে ডিএনএইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেনা সদরদফতরের সূত্রে ওই প্রতিবেদনে বলা হয়, সিপিএক্সের উন্নয়ন ও এর আওতায় আগামী ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর দুদেশের (ভারত-যুক্তরাষ্ট্র) সেনাবাহিনীর একটি যৌথ মহড়া হবে। ‘জাতিসংঘ সনদের অধীনে পাহাড়ি ভূখণ্ডে সন্ত্রাস দমন অভিযান’ অংশ হিসেবে এই মহড়া হবে উত্তরাখণ্ডের চাউভাটিয়া সেনা ছাউনিতে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সিপিএক্সের উন্নয়ন হবে ২০১৮ সালের মধ্যে। বাস্তব অবস্থা দেখে এর উন্নয়ন হবে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত।