মিনা ট্র্যাজেডির দিনে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৪ বাংলাদেশীর হাজির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন জামালপুরের ফিরোজা বেগম, ফেনীর তাহেরা বেগম ও নুরুনবী মিন্টু এবং সুনামগঞ্জের জুলিয়া হুদা।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কন্স্যুলেটর জেনারেল একে এম শহিদুল করিম চ্যানেল আই অনলাইনকে এ খবর নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় ১০ জন বাংলাদেশী হাজি নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন বাংলাদেশ কন্সুলেট।