
মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত সরকারি আইনজীবীদের কর্মশালা উদ্বোধন করে আইনমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামীদের বিরুদ্ধে তদন্তে কোনো তদন্তকারী কর্মকর্তার গাফিলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে।