করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার বয়স এখন আর কমানো হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
বুধবার সকালে সচিবালয়ে সংবাদ ব্রিফিং এসব কথা বলেন তিনি।
সেসময় সচিব আরও জানান, ভ্যাকসিনের দ্বিতীয় চালান এই মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। তখন ৫০ লাখ ডোজ আসবে। যারা প্রথম ডোজ নিয়েছে ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নিবেন।
তিনি বলেন, ‘সব কিছু সুশৃঙ্খল ভাবে করতে চাই। ভ্যাকসিন প্রদানের কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে। যাতে সবাই খুব সহজভাবে ভ্যাকসিন নিতে পারে।’