বিজ্ঞাপন
‘অনেক কিছুই শেখার আছে। আমি ২০ ওভারের পরে ব্যাট করিনি তাই পিচের আচরণে পরিবর্তন হয়েছে কি না জানি না। তবে বিরাট (কোহলি) এবং শিখর (ধাওয়ান) বলেছিলেন যে সেট হয়ে গেলে ব্যাট করার জন্য এটি ভালো উইকেট। দুর্ভাগ্যবশত আমরা মাঝখানে জুটি গড়তে পারিনি।’
সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
পার্লেতে বুধবার টসে জিতে আগে ব্যাট করা প্রোটিয়ারা টেম্বা বাভুমা ও রাসি ভ্যান ডার ডুসেনের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৯৬ রান করে। জবাবে ভারত ৮ উইকেটে ২৬৫ রানে থামলে ৩১ রানে হেরে মাঠ ছাড়তে হয় তাদেরকে।
ঘরের মাঠে জয়ের পর অবশ্য বেশ সন্তুষ্ট অধিনায়ক টেম্বা বাভুমা। তবে উইকেটে যে ব্যাট করতে তাকেও কষ্ট করতে হয়েছে, সেটাও তিনি স্বীকার করলেন।
‘‘আমরা নিখুঁতের কাছাকাছি খেলেছি। ব্যাটের মাঝ বরাবর বল লাগিয়ে ফাঁক গলিয়ে তা মারার জন্য আমাকে পুরো ইনিংসটি খেলার জন্য লড়াই করতে হয়েছে। যদিও রাসি (ডুসেন) অন্য উইকেটে ব্যাট করছেন বলে মনে হয়েছিল। আমি মনে করি জুটি গড়াটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।’’
ডুসেন ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কার মারে ১২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হওয়ার পর বলেন, ‘জানতাম আমাকে খুব তাড়াতাড়ি আমার সুইপ এবং রিভার্স সুইপ আদায় করতে হবে কারণ তাদের (বোলারদের) পেয়ে বসতে দিতে চাইনি। চাপের মাঝে টেস্টে দুইবার রান তাড়া করে জেতার অর্থ ছিল আমরা দল হিসেবে বেশ আত্মবিশ্বাসী। সব মিলিয়ে ব্যাটারদের জন্য ভালো দিন ছিল।’
৬৮ রানে ৩ উইকেট হারানোর পর ২০৪ রানের বড় জুটি গড়েন বাভুমা ও ডুসেন। তাদের জুটির উপর ভর করেই জয়ের ভিত্তি গড়ে সাউথ আফ্রিকা।
বিজ্ঞাপন