বুধবার জাহিদ-শবনমের ‘বিফলে মূল্য ফেরত’
বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় জাহিদ হাসান ও শবনম ফারিয়া অভিনীত ‘বিফলে মূল্য ফেরত’
মাঠের পাশে কালো রঙের তাবু টানানো। তার সামনে যুবকদের লম্বা লাইন। তাঁবুর ভেতরে বসে আছেন অভিনেতা জাহিদ হাসান। সব যুবক তার কাছেই এসেছে। কারণ জাহিদ হাসান টাকার বিনিময়ে প্রেমপত্র লিখে দেন। এই দৃশ্যগুলো ‘বিফলে মূল্য ফেরত’ নামের একটি টেলিফিল্মের।
জাকারিয়া সৌখিনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জাহিদ হাসান ও শবনম ফারিয়া।
২০১৭ সালের ঈদুল ফিতর উপলক্ষ্যে টেলিফিল্মটি দেখানো হয় চ্যানেল আইয়ে। দর্শকপ্রিয় এই টেলিছবিটি আবারও দেখতে পারবেন বুধবার (২২ জুলাই) দুপুর ৩টা ৫ মিনিটে।
অনেক হাস্যরসের মধ্য দিয়ে টেলিফিল্মের কাহিনি এগিয়ে গেছে। এতে আরো অভিনয় করেছেন-আরফান আহমেদ, আনন্দ খালেদসহ অনেকে।