চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিশ্ববিদ্যালয়ে হামলা: প্রতিবাদে রাস্তায় বলিউড তারকারা

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় মুখোশধারী কিছু লোক লাঠি, রড, পাথর ভাঙা বড় হাতুড়ি নিয়ে তিন ঘণ্টার হামলায় ছাত্রছাত্রী ও শিক্ষক মিলিয়ে আহত হয়েছেন অন্তত ২৬ জন। প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের বয়ান অনুসারে হামলাকারীরা সংখ্যায় ছিল প্রায় ১০০ জন। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন বলিউডের প্রথম সারির তারকারা।

Bkash July

সোমবার মুম্বাইয়ের কার্টার রোডে তারকারা এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করেন। সভায় উপস্থিত ছিলেন অনুরাগ কাশ্যপ, দিয়া মির্জা, রাহুল বোস, অনুরাগ বসু, জোয়া আখতার, অনুভব সিনহা, বিশাল ভরদ্বাজ, রিচা চাড্ডা, গৌহর খান এবং তাপসী পান্নু।

সোশ্যাল মিডিয়াতেও সরব তারকারা। আলিয়া ভাট, কৃতি শ্যানন, রিতেশ দেশমুখ, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, হংসাল মেহতাসহ আরও অনেক তারকাই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্যও অনুরোধ করেছেন তারা। -টাইমস অব ইন্ডিয়া

Labaid
BSH
Bellow Post-Green View