
একই সঙ্গে সৌদি আরব, বাহরাইন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের মত দেশগুলো অবরোধ জারি করে ঝুলিয়ে দিয়েছে কাতার বিশ্বকাপের ভাগ্য। ফিফার শর্তমতে দ্রুত অবকাঠামো নির্মাণ করেও তাই শান্তিতে নেই তেল সমৃদ্ধ কাতার। সংকট সমাধানের উপায় কী? ধাহি খালফান নামে একজন আমিরাতি নিরাপত্তা বিশ্লেষকের মত, বিশ্বকাপ আয়োজন করা থেকে সরে আসলেই অবরোধ নেমে যাবে কাতারের উপর থেকে।
দুবাইয়ের নিরাপত্তা বিশ্লেষক লে. জেনারেল খালফানের রোববার রাতে করা সেই টুইট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। যাতে অবরোধের বোঝা মাথায় নিয়েও ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারের প্রচেষ্টা নিয়েও কটাক্ষ করেছেন খালফান।
টুইটারে খালফান লিখেছেন, বিশ্বকাপ আয়োজনের আশা ছেড়ে দিলেই অবরোধ নিয়ে আর ভাবতে হবে না কাতারকে।
কাতার অবশ্য টুইটের বিষয় নিয়ে কোন জবাব দেয়নি। গত শুক্রবার এক সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান জানিয়েছিলেন, তাদের দেশে কোন নিরাপত্তা ঝুঁকি নেই।

খালফানের জন্য অবশ্য এমন বেফাঁস টুইট করা নতুন নয়। কিছুদিন আগে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কটাক্ষ করে টুইট করায় সমালোচিত হয়েছিলেন তিনি।
গত জুনে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগে কাতারের উপর অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক অবরোধ জারি করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ।