সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছেন। অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান স্মরণ করে দিয়ে সেতুমন্ত্রী বলেন কেউ জবাবদিহিতার উর্ধ্বে নয়।
এসময় তিনি ঈদে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ জানিয়েছেন।
শনিবার বিআরটিসি’র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসি’র গৃহিত পদক্ষেপ ও দিকনির্দেশনামূলক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি।
তিনি ঈদের পর কোনরূপ শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ,হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন আস্থার সাথে মনেবল দৃঢ় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখতে হবে তাহলেই করোনার এ অমানিশা কেটে আবারও আমরা চিরচেনা সতেজ পৃথিবীতে, পরিচিত কোলাহলে ফিরতে পারবো।
মন্ত্রী বলেন বিআরটিসি’র সমস্যা শ্রমিক কর্মচারিতে নয়, ডিপোকেন্দ্রিক যে অনিয়ম তা শক্ত ভাবে নিয়ন্ত্রণ জরুরী।