চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের শান্তির জন্য পোপের বার্তা

রোমান ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস এই মাসের শেষে নির্ধারিত বাংলাদেশ ভ্রমণে আসার আগে বাংলাদেশের জন্য শান্তির বার্তা পাঠিয়েছেন।

বাংলাদেশের উদ্দেশে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, যেহেতু আর কয়েকদিন পরেই বাংলাদেশ ভ্রমণে আসার প্রস্তুতি নিচ্ছি এই সময়ে বাংলাদেশের সব মানুষকে একটি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠাতে চাই।

“আমি যিশু খ্রিস্টের ধর্মবানীর প্রচারক হিসেবে এসেছি। আমি তার পাঠানো পুনর্মিলন, ক্ষমা ও শান্তির বার্তা দিতে এসেছি।”

ভিডিও বার্তায় তিনি আরো জানান, ঢাকায় আরো সব ধর্মীয় নেতাদের সঙ্গে মিলিত হতে তিনি আগ্রহী। বলেন, আমি সবাইকে প্রার্থনা করতে বলবো যেন, আপনাদের মাঝে আমার দিনগুলো আশা ও শান্তির উৎস হয়।

পোপ ফ্রান্সিসের সফরের আগে রমনা ক্যাথিড্রাল চার্চে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে পোপের এই ভিডিওবার্তা প্রচার করা হয়। কার্ডিনাল প্যাড্রিক ডি রোজারিও এবং বিশপ সারাট ফ্রান্সি গোমসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনদিনের সফরে পোপ বাংলাদেশে আসছেন ৩০ নভেম্বর। ২ ডিসেম্বর তার আবার ফিরে যাওয়ার কথা রয়েছে।