বাংলা চলচ্চিত্রের জন্য চলতি বছর ছিল চরম হতাশার। মার্চে করোনা সংক্রমের পর থেকে বছরের বন্ধ ছিল সব প্রেক্ষাগৃহ। শেষদিকে হল খুললেও আশানুরূপ সাড়া মেলেনি। বড় বাজেটের ছবিগুলোও মুক্তি পায়নি। তবে বছরের শেষ সপ্তাহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি গাজী রাকায়েতের ‘গোর’, অন্যটি আদনান আদির ‘আমি তোমার রাজা তুমি আমার রানী’।
আগামী ২৫ ডিসেম্বর ছবি দুটি নিশ্চিত মুক্তি পাচ্ছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি অনুদানে নির্মিত ‘গোর’ ছবির পরিচালক গাজী রাকায়েত। সহ প্রযোজক হিসেবে রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। গাজী রাকায়েত নিজেও এ ছবিতে অভিনয় করেছেন। আরও রয়েছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, মামুনুর রশীদ, সুষমা সরকার, এ কে আজাদ সেতু।
গাজী রাকায়েত চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার ২৫ ডিসেম্বর চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ‘গোর’ দেখানো হবে। অন্যদিকে, পহেলা জানুয়ারি থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লক বাস্টারে ছবিটির প্রদর্শন শুরু হবে।
‘আমি তোমার রাজা তুমি আমার রানী’র পরিচালক করেছেন মুকুল নেত্রবাদী। আদনান আদি ছাড়াও অভিনয় করেছেন তানিন সুবাহ, মৌ, লুবনা। রাজধানীর অনেক সড়কে ইতোমধ্যেই ছবিটি মুক্তির পোস্টার টাঙানো হয়েছে। এর বাইরে নেই তেমন কোনো প্রচারণা।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি নির্মিত হয়েছে নায়ক আদির প্রডাকশন হাউজ আদি প্রডাকশন থেকে। নায়ক আদি নিজেই টুকটাক প্রচারণা চালাচ্ছেন। অন্যদের প্রচারণায় কেন পাওয়া যাচ্ছে না জানতে চাইলে আদি কৌশলে এড়িয়ে গেছেন।
তিনি বলেন, ব্যবসা মূখ্য উদ্দেশ্য নয়, সিনেমাকে ভালোবাসি বলেই করোনার মধ্যে ছবি মুক্তি দিচ্ছি। অন্যরা তাদের ছবি মুক্তি দিচ্ছে না। আমি সাহস করে এগিয়েছি। তাই বছরের শেষ সপ্তাহ এবং বড়দিন উপলক্ষে আমার ছবি মুক্তি দিচ্ছি।
জাজ মাল্টিমিডিয়া থেকে ‘আমি তোমার রাজা তুমি আমার রানী’ ছবিটির ডিসট্রিবিউশন করা হচ্ছে বলে জানান আদি। তিনি বলেন, মুক্তির এখনও তিনদিন বাকি। ইতোমধ্যে ১৫টির মতো সিনেমা হল চূড়ান্ত হয়েছে। হয়তো আরও কিছু হল পাবো।