বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান।
বিবিসি বলছে, সংঘর্ষে এখন পর্যন্ত এক নারী ও শিশুর মৃত্যুর হয়েছে। আজারবাইজানির একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে আর্মেনিয়ার সৈন্যরা।

এই সংঘর্ষের জন্য একে-অপরকে দায়ী করছে আর্মেনিয়া ও আজারবাইজান।
বিজ্ঞাপন
আর্মেনিয়া দাবি, আজারবাইজান প্রথমে আকাশ ও গোলন্দাজ হামলা শুরু করে। পরে এই অঞ্চলে সামরিক আইন জারির পাশাপাশি সামরিক উপস্থিতি বৃদ্ধি করে।
আর আজারবাইজান বলছে, প্রতিপক্ষ হামলা চালানোর পর জবাব দেয় তারা। হামলায় উভয় দেশেই একাধিক সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
আর্মেনিয়া ও আজারবাইজান দেশ দু’টি একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর স্বাধীন হয়। তারপর থেকে নাগার্নো-কারবাখ অঞ্চল নিয়ে বিরোধ চলছে দুই দেশের মধ্যে।
বেশ কয়েক বছর ধরে শান্ত থাকার পর সাম্প্রতিক মাসগুলোতে নাগার্নো-কারাবাখ নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয়।
এর আগে গত জুলাইয়ে দু’পক্ষের মধ্যে লড়াইয়ে অন্তত ১৬ জন নিহত হয়।
আন্তর্জাতিকভাবে অঞ্চলটিকে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এটি আর্মেনিয়ান নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। আজারবাইজানকে সমর্থন দিচ্ছে তুরস্ক এবং আর্মেনিয়াকে রাশিয়া।