
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৬ এর জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন শাকুর মজিদ এবং খসরু চৌধুরী। শাকুর মজিদের ‘ফেরাউনের গ্রাম’ এবং খসরু চৌধুরীর ‘সুন্দরবনের বাঘের পিছু পিছু’- এই দুই গ্রন্থের জন্য পুরস্কার পাচ্ছেন তাঁরা। অর্থমূল্যের হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।
লেখক, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা, আলোকচিত্রী ও স্থপতি শাকুর মজিদের সঙ্গে ‘ফেরাউনের গ্রাম’ প্রসঙ্গে কথা হয় চ্যানেল আই অনলাইনের।
রচনার প্রেক্ষাপট, প্রকাশ থেকে শুরু করে পুরস্কার পাওয়ার অনুভূতি জানাচ্ছেন শাকুর মজিদ।
দেখুন ডিজিটাল শর্ট:

বিজ্ঞাপন