সারেল এরউই ও ডিন এলগারের উদ্বোধনী জুটিতে পোর্ট এলিজাবেথ টেস্টে ভালো শুরু পেয়েছে সাউথ আফ্রিকা। প্রথমদিনের প্রথম সেশন শেষে মাত্র ১ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
সেন্ট জর্জেস পার্কে শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এলগার। পরে মধ্যাহ্নভোজের আগে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে তার দল।
৮ চারে ৫৯ রান করে অপরাজিত আছেন অধিনায়ক ডিন এলগার। ৪৮ বলে ২৪ রান করে এলগারকে যোগ্য সঙ্গ দিচ্ছেন কেগান পিটারসেন।
বোলিংয়ে নেমে তৃতীয় ওভারে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। খালেদের করা ফুল লেন্থের বল এরউইর পয়ে লাগলে নট আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায় আউটই ছিল সেটি।

দ্বাদশ ওভারে আঘাত হানেন খালেদ। এবার এরউইকে লিটনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান ডানহাতি পেসার। ৫২ রানে উদ্বোধনী জুটি ভাঙে সাউথ আফ্রিকার।
পরে সেশনের বাকি সময়টুকুতে আর কোনো সুযোগ তৈরি করতে পারেননি মমিনুলরা। এরউইর বিদায়ের পর দ্বিতীয় উইকেটে এপর্যন্ত ৫৫ রান তুলেছে
প্রোটিয়া দল।