পাচারের শিকার হয়ে পরে উদ্ধার হওয়া পাঁচ বাংলাদেশি ইয়েমেন থেকে দেশে ফিরেছেন। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি হুতি কোস্টগার্ড ওই ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছিল।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
ওই পাঁচ বাংলাদেশি হলেন-মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আবু তৈয়ব।
উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকরা একটি জাহাজে করে ওমান থেকে সৌদি আরব যাচ্ছিলো। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি জাহাজটি ঝড়ের কবলে পড়ে ইয়েমেনের হোদিডার আল-সালাইফ বন্দরের কাছে ডুবে যায়। এসময় জাহাজের ক্রু ছাড়াও ৫ জন বাংলাদেশিকে হুতি কোস্টগার্ড আটক করে।
অপহৃত বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় মাসকট, কুয়েত ও আম্মান এবং আইওএম (অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা) বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করেছে। আইওএমের সহায়তায় তাদের সানা থেকে আডেনে নেওয়া হয়েছিলো।
উদ্ধারকৃতদের মধ্যে ভারতীয় ও মিশরীয় নাগরিকও ছিলেন। আডেনে আটক হওয়া আরও দুজন বাংলাদেশি জামাল উদ্দিন ও রফিকুলকে ফিরিয়ে আনা হচ্ছে।
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সাত বাংলাদেশি নাগরিকের পক্ষে ট্র্যাভেল পারমিট জারি করে। এর মধ্যে পাঁচজন আজ ঢাকায় পৌঁছেছে এবং অন্য দুইজন এরআগে ৩০ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছেছেন।