চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নেপাল ভূমিকম্পে পর্বতারোহী ‘গুগল কর্মী’ নিহত

KSRM

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নিরাপদ চাকুরি, প্রেমিকা হলিউডের নামকরা অভিনেত্রী সোফিয়া বুশ। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের এতো পাওয়াকে ছাড়িয়ে যেতে উঠতে চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে বড় পর্বত মাউন্ট এভারেস্টে।

ড্যান ফ্রেডিনবার্গ, উপরের কথাগুলো আসলে তাকে নিয়ে। বর্তমান সময়ে পাওয়া আর ভবিষ্যতে হিমালয় জয়ের স্বপ্ন মুহুর্তেই হীম বরফের নীচে চাপা পড়ে অতীত হয়ে গেলো সব কিছু। নেপালের ভূমিকম্পের কবলে নিহত হলেন তিনি।

Bkash

সার্চ ইঞ্জিন গুগলে চাকুরি করলেও তার নেশা ছিল বিশ্ব ভ্রমণ করা। এর অংশ হিসেবে তিনি এভারেস্ট জয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার স্বপ্ন কেড়ে নিলো বিধ্বংসী ভূমিকম্প।

শনিবার নেপালের ভূমিকম্পে ফ্রেডিনবার্গের সাথে থাকা এভারেস্টে যাত্রীদের প্রায় সবাই মারা গেছেন।

Reneta June

ফ্রেডিনবার্গের মৃত্যুর খবর পাওয়ার পর শোক প্রকাশ করেছে সদ্য সাবেক হওয়া হলিউড অভিনেত্রী সোফিয়া। তিনি বলেছেন, ‘ফ্রেডির মৃত্যুতে আমি শোকাহত। সে আমার জীবনে অংশ হিসেবে ছিল।’

ড্যান ফ্রেডিনবার্গ অনেক বছর হলো গুগলে কাজ করছিলেন। তিনি ‘Google X’ ডিভিশনের একজন নিয়মিত কর্মী হলেও তিনি গুগল অ্যাডভেঞ্চারেও কাজ করতেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View