চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ধারাভাষ্যকার খোদা বক্স মৃধার সপ্তম মৃত্যুবার্ষিকী

একসময়কার জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার ও রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর খোদা বক্স মৃধার সপ্তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। ২০১০ সালের ৩০ মার্চ দেশের খ্যাতনামা এই ধারাভাষ্যকার ইন্তেকাল করেন।

সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার, খোদা বক্স মৃধা ফ্যান ক্লাব, বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটর্স ফোরাম এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানারকম কর্মসূচি গ্রহণ করেছে। তার আত্মার শান্তি কামনা করে এদিন বাদ আসর রাজশাহীর বাসভবনে মৃধার পরিবারের পক্ষ থেকে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মৃধা ১৯৪৫ সালের ২২ জানুয়ারি রাজশাহীর হেতেমখাঁতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ৪০ বছরব্যাপী বেতার ও টেলিভিশনে ক্রীড়া ধারাভাষ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান।

বেতারের প্রথম শ্রেণির সংবাদ পাঠক ও সংগীত শিল্পীও ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হিসেবেও তার সুনাম ছিল।

Labaid
BSH
Bellow Post-Green View