ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০’ সংশোধন করে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০২০’ জারি করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সইয়ের পর মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ অধ্যাদেশটি জারি করে।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর অধ্যাদেশটি আজ গেজেট আকারে প্রকাশ করা হয়।