চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দশ মাসের ব্যবধানে দ্বিতীয়বার করোনাক্রান্ত ঋতুপর্ণা

করোনায় পর্যুদস্ত টলিউড। শুক্রবার (৭ জানুয়ারি) করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন শ্রীলেখা মিত্র, সোহম, কৌশানি, বনি, ঋদ্ধিরা! আর এবার কোভিড রিপোর্ট পজিটিভ আসার কথা জানালেন জনপ্রিয় টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

ইনস্টাগ্রামে করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর শেয়ার করে ঋতুপর্ণা লিখলেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সাথে সাথে নিজেকে আইসোলেট করে ফেলি বাড়িতে। ডাক্তারের সমস্ত পরামর্শ মেনে চলছি। সৃষ্টিকর্তার কৃপায় এখন অনেকটা সুস্থ আছি। আশা করছি দ্রুত সেরে উঠতে পারব। সবাই নিজের খেয়াল রাখবেন।’

Bkash July

সম্প্রতি পরিচালক অতনু বসুর ছবির শুটিং-এ দার্জিলিংয়ে গিয়েছিলেন ঋতুপর্ণা সেন। তবে কাজের পাশাপাশি পরিবারের সঙ্গেও যেন সময় কাটাতে পারেন, সেজন্য স্বামী সঞ্জয়-সহ পুরো পরিবারকেই নিয়ে গিয়েছিলেন পাহাড়ে।

সেখান থেকে ফিরেই অসুস্থ বোধ করতে থাকেন অভিনেত্রী। করোনাও পরীক্ষা করান। যার রিপোর্ট পজিটিভ আসে। ঋতুপর্ণার স্বামী সঞ্জয় ও শাশুড়ির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

Reneta June

ঋতুপর্ণা এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন। এর আগে ২০২১ সালের মার্চ মাসে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

ISCREEN
BSH
Bellow Post-Green View