
সারা ইরানির কাছে হেরে রজার্স কাপে টেনিসের তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়লেন শিরোপা প্রত্যাশী ভিক্টোরিয়া আজারেঙ্কা। তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন টুর্নামেন্টের ফেবারিট তারকা নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল এবং জো উইলফ্রেড সোঙ্গা।
মন্ট্রিয়ালের কোর্টে প্রথম সেটে সমান তালে লড়তে থাকেন সারা ও আজারেঙ্কা। তবে শেষ দিকে আর পেরে ওঠেননি আজারেঙ্কা। ৭-৫ সেটে হার মেনে পরের সেটে থাই ইনজ্যুরির কারণে আরও দুর্বল অবস্থানে ছিলেন এই ইতালিয়ান। অবশেষে ৭-৫ এবং ৬-৩ গেমে পরাজয় মেনে আসর থেকে বাদ পড়েন আজারেঙ্কা।
ছেলেদের এককে মার্কিন তারকা জ্যাক সককে ৬-২ এবং ৬-১ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। এছাড়া ৬-৩ এবং ৬-২ গেমে গিলেস মুলারকে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছেন অ্যান্ডি মারে।