চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তালেবানের ভয়ে দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে জনতার ঢল

বিশৃঙ্খলা ঠেকাতে মার্কিন সেনাদের ফাঁকা গুলি

আফগানিস্তানের নিয়ন্ত্রণ ইতোমধ্যেই নিয়ে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এর জেরে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

তালেবান আসার পর শুধু প্রেসিডেন্ট নয়, প্রাণে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানদের মধ্যে। কাবুল বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। একে অপরকে ঠেলে যেভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জনসমুদ্রে পরিণত হয়েছে কাবুল বিমানবন্দর।

সোমবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোঁড়ে মার্কিন সেনারা।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে আমার খুব ভয় লাগছে। তারা আকাশের দিকে অনেক গুলি ছুঁড়ছে’।

বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ‘জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে।’

খবরে আরও বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যায়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মানুষজন রানওয়ের দিকে দৌড়ে বিমানে ওঠার চেষ্টা করছে। এই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সৈন্যরা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিমানগুলোয় কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা বিশৃঙ্খলা আর বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, কাতার এবং ব্রিটেনসহ মোট ৬০টি দেশ যৌথ বিবৃতি দিয়ে তালেবানদের সাধারণ মানুষের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে আফগানিস্তানের সব নাগরিকের সুরক্ষায় তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছে দেশগুলো।

Labaid
BSH
Bellow Post-Green View