জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসা তামিম ইকবাল ম্যাচের বাইরে এখনো। হাঁটুর চোটের কারণে পড়েছে দীর্ঘ বিরতি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা টাইগার ওপেনারের এখনকার সঠিক অবস্থা বুঝতে ম্যাচ খেলা গুরুত্বপূর্ণ মনে করছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাওয়া তামিম সব ঠিক থাকলে শুক্রবার ভোরে নেপাল যাবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে। এভারেস্ট প্রিমিয়ার লিগে বাঁহাতি ওপেনারের দলের নাম ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স।
ম্যাচে নামতে তামিম নিজেকে প্রস্তুত করেছেন মিরপুরে চার-পাঁচ দিন ব্যাটিং অনুশীলন করে। চোটের আসল অবস্থা বোঝা যাবে টুর্নামেন্ট শুরু হলেই।
তামিমের সবশেষ অবস্থা নিয়ে ডা. দেবাশীষ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের বললেন, ‘আমাদের সাথে তামিমের যে পরিকল্পনা ছিল, তাতে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলা পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ। খেলার মধ্যে বোঝা যাবে সে স্কিল ও অন্যান্য বিষয় কীভাবে ম্যানেজ করতে পারছে। এই খেলার ফিডব্যাকের উপর নির্ভর করে আমরা ওর পরবর্তী চিকিৎসা ঠিক করবো।’

‘তামিমকে পরামর্শ দেয়া হয়েছিল ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার জন্য। তামিম মাসখানেক ধরে রিহ্যাব প্ল্যান অনুসরণ করেছে জাতীয় দলের ফিজিও ও ট্রেনারের তত্ত্বাবধানে। অধ্যবসায় ও কষ্টের সাথে এই জটিল ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া অনেকটা শেষ করে এনেছে। গত ২-৩ দিন ধরে ও স্কিল ট্রেনিং শুরু করেছে। ফিল্ড ড্রিল শুরু করেছে এবং আস্তে আস্তে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে।’
‘আমরা আশাবাদী যে আরও সময় তো আছে, যদি এভাবে চালিয়ে নিতে পারে তাহলে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার যে ইচ্ছে প্রকাশ করেছে, তাতে কোনো সমস্যা হবে না।’