ব-দ্বীপ পরিকল্পনা, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন চায় বাংলাদেশ।
হোটেল সোনারগাঁওয়ে ১ম বারের মত আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের ১ম দিনের কর্ম অধিবেশনগুলোতে এ বিষয়ে বহুজাতিক ব্যাংক, গবেষণা সংস্থা এবং উন্নত দেশগুলোকে পাশে থাকার আহবান জানান নীতি নির্ধারকেরা।
২ দিনের সম্মেলনের আয়োজক নেদারল্যান্ডস দূতাবাস এবং বাংলাদেশ সরকার। সহ-আয়োজক বিশ্বব্যাংক, এডিবি, জাইকা এবং ইউরোপীয় ইউনিয়ন।
একটি কর্ম অধিবেশনে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য বিশেষ করে দানাদার খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এখন বড় চ্যালেঞ্জ পুষ্টি। আধুনিক এবং পরিবেশ বান্ধব কৃষির জন্য সাউথ সহযোগিতার কথা বলেন মন্ত্রী।

বিশ্ব খাদ্য সংস্থা এফএও এর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন বলেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশের অর্জন অসামান্য। এখন এই অর্জনকে টেকসই করতে হবে।
শুক্রবার শেষ হবে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন।