৯৩ তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ডেনমার্কের ছবি ‘অ্যানাদার রাউন্ড।’ ছবিটি পরিচালনা করেছেন থমাস ভিন্টারবার্গ।

এবারই প্রথম অস্কারে মনোনয়ন পেয়েছেন থমাস ভিন্টারবার্গ। পুরস্কার হাতে তুলে নেয়ার সময় নির্মাতা স্মরণ করেছেন তার অকাল প্রয়াত কন্যাকে। ২০১৯ সালে এক গাড়ি দুর্ঘটনায় মেয়েকে হারিয়েছেন থমাস।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে কালেক্টিভ (রোমানিয়া), কুয়ো ভাদিস, আইদা? (বসনিয়া ও হার্জেগোভিনা), বেটার ডেজ (হংকং), দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন (তিউনিসিয়া)।
প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে ২৫ এপ্রিল বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ২৬ এপ্রিল, সোমবার ভোর ৬টায়)। গত দুইবারের মতো এবারও অস্কারে কোনো সঞ্চালক ছিল না।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হয়েছে।