চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টেকনোক্র্যাট মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন, প্রধানমন্ত্রীর হাতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

টেকনোক্র্যাট মন্ত্রীদের হাতে যেসব দপ্তর ছিলো সেগুলো পুনরায় বণ্টন করা হয়েছে। এবার ওই চারটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন মন্ত্রীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দপ্তরগুলো বণ্টন করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে।

Bkash

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেখভাল করবেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আর ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাতে।

নিজেদের পূর্বের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসব বিভাগের দায়িত্ব পালন করবেন তারা।

Reneta June

এর আগে গত ৯ ডিসেম্বর চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

চার টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View