টেকনোক্র্যাট মন্ত্রীদের হাতে যেসব দপ্তর ছিলো সেগুলো পুনরায় বণ্টন করা হয়েছে। এবার ওই চারটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন মন্ত্রীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দপ্তরগুলো বণ্টন করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেখভাল করবেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আর ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাতে।
নিজেদের পূর্বের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসব বিভাগের দায়িত্ব পালন করবেন তারা।

এর আগে গত ৯ ডিসেম্বর চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
চার টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।
বিজ্ঞাপন