ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বিনিময় পরিবহনের বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ সোমবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাস ও চালকের সহকারীকে আটক করেছে।
বিজ্ঞাপন
নিহত ওই মোটরসাইকেল চালক উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের চান মিয়ার ছেলে ফিরোজ মিয়া (১৮)।
পুলিশ জানান, ফিরোজ মিয়া গোড়াই এলাকা থেকে মোটরসাইকেল যোগে মির্জাপুর সদরে যাচ্ছিলেন। মহাসড়কের বাওয়ার কুমারজানি এলাকায় পৌঁছালে বিনিময় পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ফিরোজ ও তার বন্ধু সায়েদুল আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। আহত সায়েদুল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ঘাতক বাস ও চালকের সহকারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।