টাঙ্গাইলে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জাল নোটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার করোটিয়া পূর্বপাড়া থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- জেলার বাসাইল উপজেলার কাশিল বটতলা গ্রামের রবি মিয়ার ছেলে আকাশ মাহমুদ হারেজ (৩০), কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত আজমত খানের ছেলে আয়নাল খান (৩৫) ও নাকাছিম গ্রামের বানিজ মিয়ার ছেলে রায়হান মিয়া (২০)।

এসময় তাদের কাছ থেকে দুই লাখ ৭৭ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ তথ্য জানান।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন।