চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টাইগারকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন দিশা!

চলতি বছরের মাঝামাঝি সময়ে জানা গিয়েছিল দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে বলিউডের অন্যতম চর্চিত তারকা জুটি দিশা পাটানি ও টাইগার শ্রফের। যদিও নিজেদের প্রেমের সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই জুটি।

তবে এবার গুঞ্জন উঠেছে টাইগারের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন দিশা। সম্প্রতি সময়ে মডেল ও অভিনেতা আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা মিলছে দিশার। একসঙ্গে হ্যাংআউট, ছুটি কাটানোসহ সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ছবি শেয়ার করছেন তারা।

যদিও ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে আলেকজান্ডার জানিয়েছেন, “দিশা ও সে ঘনিষ্ঠ বন্ধু। পাশাপাশি প্রেমের গুঞ্জন প্রসঙ্গে বলেন, দিশার সঙ্গে আমার পরিচয় মুম্বাইতে আসার শুরু থেকেই। শুধু তাই নয় ২০১৫ সালে আমরা ফ্ল্যাটমেটও ছিলাম। আমরা এক সঙ্গে বেশ কিছু কাজ করছি, পাশাপাশি ফিটনেস পরিচর্যা বিষয়ক নানান বিষয় নিয়ে আমাদের ভেতর মিল থাকায় আমরা এক সঙ্গে প্রচুর সময় কাটাচ্ছি।”

ফলে সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু বলে ধারণা করা যাচ্ছে। যদিও প্রেমের গুঞ্জনকে ঘিরে সরাসরি কিছুই বলেননি দিশা কিংবা আলেকজান্ডারের কেউই।

সূত্র: পিঙ্কভিলা

Labaid
BSH
Bellow Post-Green View