বিশ্বজুড়ে ইমেইল সার্ভিস জিমেইল ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। মূলত বৃহস্পতিবার সকাল থেকেই জিমেইল ব্যবহারে সমস্যা দেখা দেয়।
ব্যবহারকারীরা মেইলে ফাইল পাঠাতে বাধাপ্রাপ্ত হচ্ছেন। গুগল জিমেইলের সমস্যার কথা স্বীকার করে জানিয়েছে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। অনেকে জানিয়েছেন, তারা জিমেইলে কোনো ফাইল অ্যাটাচ করতে পারছেন না, আবার অনেকে জিমেইলে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন।
বেলা ১১টা থেকে জিমেইলে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং পোর্টাল ডাউন ডিটেক্টর।

ব্যবহারকারীদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার কথা এক বিবৃতিতে স্বীকার করেছে গুগল। বিবৃতিতে বলা হয়, তারা ত্রুটি খুঁজে বের করার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।