চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জিডিপি প্রবৃদ্ধি হবে ৮.১৩, মাথাপিছু আয় ১৯০৯ ডলার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৮.১৩, আর মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১৯০৯ ডলার।

২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি আরএডিপি চূড়ান্ত করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ কথা বলেন তিনি।

এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে এডিপি থেকে আট হাজার কোটি টাকা বরাদ্দ ছাঁটাই করে সংশোধিত এডিপির আকার প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে মূল এডিপি থেকে এই অর্থ কমানো হচ্ছে।

তবে পরিকল্পনা মন্ত্রী নিশ্চিত করেছেন, কোন মন্ত্রণালয় মান ঠিক রেখে যদি ব্যয় করতে পারে তবে প্রয়োজন হলে তাদের বরাদ্দ আরো বাড়ানো হবে।