জামিন পেলেন সিফাত
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সাথে থাকা গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী রিফাতুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে বিবাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে সিফাতের মামলাটি তদন্তের ভার র্যাবের হাতে দিয়েছে আদালত। সোমবার বেলা ১১ টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ সিফাতের জামিন মঞ্জুর করেন।