চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় আজ

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় আজ। রংপুরের বিশেষ জজ আদালতে এ রায় ঘোষণা করবেন।

পুলিশ এ হত্যায় ৮ জেএমবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত গ্রেফতার জেএমবি’র আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ ৫ জনের বিচার শুরু করেন।

Bkash July

অপর তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক। অপর দুই আসামি সাদ্দাম হোসেন ঢাকায় এবং নজরুল ইসলাম ওরফে বাইক হাসান রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়।

২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়ার আলুটারীতে ঘাসের প্রকল্প পরিদর্শনে যাবার পথে জেএমবি সদস্যরা ৬৬ বছরের জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে।ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হতাকাণ্ডের পর একই কায়দায় রংপুরে এই জাপানি নাগরিকের হত‌্যাকাণ্ড সে সময় আন্তর্জাতিক গণমাধ‌্যমে আলোড়ন তোলে।

ISCREEN
BSH
Bellow Post-Green View